
কুমিল্লার লাকসামে সচেতন নাগরিক মুসলিম সমাজ লাকসাম এর উদ্যোগে ই’স্ক’ন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বাদ আছর বাইপাস হাউজিং স্টেট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ইস্কন সম্প্রদায়ের কিছু উসকানিমূলক কর্মকাণ্ড দেশের ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
বক্তারা আরও বলেন, আন্তঃধর্মীয় শান্তি ও সংহতি বজায় রাখতে* সরকারের হস্তক্ষেপ জরুরি।সচেতন নাগরিক মুসলিম সমাজ লাকসাম এই বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, যতদিন না দাবি পূরণ হবে, প্রতিবাদ চলবে শান্তিপূর্ণভাবে।