সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লাকসামে ই’স্ক’ন নিষিদ্ধের দাবিতে সচেতন মুসলিম সমাজের প্রতিবাদ ও বিক্ষোভ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত  সাবেক মেয়র সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল গুলশানে ডাক পেলেন কুমিল্লার ১০ বিএনপি নেতা নিখোঁজ সংবাদ ‎আল মানার মাদ্রাসা (মহিলা ক্যাম্পাস) নিয়োগ বিজ্ঞাপ্তি লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  ‎লালমাইয়ে নিরাপদ সড়ক আন্দোলন উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

দশ টাকার প্রলোভনে ছয় বছরের শিশু ধর্ষণ: থানায় মামলা

লালমাইর কলম ডেক্স:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

দশ টাকার প্রলোভনে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে স্থানীয় ফরহাদ হোসেন (১৮) নামের এক যুবক। ঘটনার পর শিশুটিকে চিকিৎসা না দিয়ে মিমাংসার অজুহাতে ৬ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে। ওই ঘটনায় শনিবার বিকালে শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও শিশু পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বারুর গ্রামের জব্বার মেম্বারের বাড়ির সাহেব আলীর ছেলে ফরহাদ হোসেন (১৮) একই গ্রামের ও বারুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রীকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি মাদ্রাসার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষক ফরহাদ হোসেন পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে আসলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসে বিষয়টি মিমাংসা করে দিবেন বলে শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করে এবং শিশুটিকে চিকিৎসা না দিয়ে বাড়িতে আটকে রাখেন। পরে রাত সাড়ে ৯ টায় শিশুটির পরিবার তাকে নিয়ে পালিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে শনিবার বিকালে শিশুটির বাবা বাদি হয়ে ধর্ষক ফরহাদ হোসেনকে আসামী কওে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শিশুটির মা বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ঘটনা হলেও আমার মেয়েকে কোন চিকিৎসা না দিয়ে মিমাংসার অজুহাতে আমাদের বাড়িতে আটকে রাখেন স্থানীয় ব্যক্তিরা। রাতে আমরা মেয়েকে নিয়ে পালিয়ে হাসপাতালে আসি।

চিকিৎসক আবদুল্লাহ আল কাউছার জানান, শিশুটিকে রাত পোনে ১০ টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, শনিবার বিকালে শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আটক করতে অভিযান চলছে।.

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102