
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগভোগের পর শনিবার রাতে মারা যান লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন। শিল্পীর পরিবারের পক্ষ থেকে শুরুতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কথা বলা হলেও পারে জানানো হয়, নিজ শহর কুষ্টিয়া পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। সে অনুযায়ী দাফন করার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।
রোববার দুপুর থেকে কুষ্টিয়া পৌর গোরস্থানে কবর খোঁড়া কাজ চলছে বলে জানান পৌর গোরস্থানের কর্মকর্তারা। তারা বলেন, ‘আবদুর রাজ্জাক নামে ফরিদা পারভীনের এক আত্মীয় কবর খোড়ার জন্য বলেছেন। সেজন্য গোরস্থানে শিল্পীর বাবা-মায়ের কবরে দাফনের জন্য খোঁড়া হচ্ছে। সন্ধ্যার দিকে মরদেহ পৌঁছার পর দাফন হতে পারে।
পৌর গোরস্থানের খাদেম নূর ইসলাম বলেন, ‘আমি দীর্ঘ ৫৪ বছর ধরে এই গোরস্থানে খাদেমের দায়িত্বে আছি। ফরিদা পারভীনের পরিবারের সাথে আমার ভালো সখ্যতা। ফরিদার বাবা দেলোয়ার হোসেন ১৯৯৬ সালে মারা যান, তাকে এই গোরস্থানে দাফনের জন্য কবর খুঁড়েছিলাম। এরপর তার মা রৌফা বেগম মারা যান। তাকেও একই কবরে দাফন করেছিলাম। আজ ফরিদার লাশ আসছে। তাঁকেও একই কবরে শায়িত করা হবে। এজন্য কবর প্রস্তুত করা হচ্ছে।’
সরেজমিন বেলা একটার দিকে কুষ্টিয়া পৌরগোরস্থানে গিয়ে দেখা যায়, দুজন ব্যক্তি কবর খোড়ার কাজ করছেন। পাশে গোরস্থানের খাদেম নূর ইসলাম দাঁড়িয়ে আছেন। কবরটির চারপাশ দেয়াল ঘেরা। একপাশে নামফলকে লেখা ‘মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিটিআই রোড, কুষ্টিয়া। মৃত্যু: ১৩ এপ্রিল ১৯৯৬ সন।’
১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর।