
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসাহ উদ্দীপনায় সম্পূর্ণ হয়েছে। শনিবার উপজেলা হ্যালিপ্যাড মাঠে নেতাকর্মীদের ব্যপক অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাছ চেয়ারম্যান ও সেক্রেটারী পদে কলিমুল্লাহ চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক একেএম সায়েম মজুমদার শিপু ও মিজানুর রহমান মজুমদার নির্বাচিত হন। অপরদিকে পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, সেক্রেটারী পদে মাঈন উদ্দিন বাহার এবং সাংগঠনিক সম্পাদক পদে আবদুস সাত্তার ও লোকমান হোসেন নির্বাচিত হন।
উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সম্মেলন উদ্বোধন করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ।

ছবি: সমাবেশের উপস্থিত অংশ
এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জুলাই যুদ্ধে আহত ও নিহতদের পরিবারকে সন্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২০১৮ সালের ভোটারবিহীন সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি কর্মী বাচ্চু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা এবং চলতি বছরের ১ ফেব্রুয়ারী উপজেলার বাঙ্গড্ডায় সন্ত্রাসী হামলায় নিহত হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম ভূঁইয়ার পরিবারকে ১৫ লক্ষ টাকার এফডিআর সুবিধা প্রদান করা হয়।

ছবি: সমাবেশে পতাকা উত্তোলনের