
লালমাই উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা,গাজা,লাইটার পিস্তল,ফয়েল পেপার,মোবাইল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) রাত ১০.৩০টায় লালমাই উপজেলার পেরুর দঃ ইউনিয়ন পেরুল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আবুল কাসেম এর ছেলে নাজমুল হাসান সৈকত(২৪) কিশোর গ্যাং গ্রুপের সাথে সম্পৃক্ত আছে এবং একটি লাইটার পিস্তল দিয়ে এলাকার মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে, এরই প্রেক্ষিতে নাজমুল হাসান সৈকতের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে তার সহযোগী একই গ্রামের আবু তাহের এর ছেলে আরাফাত হোসেন হৃদয়(২৫) কে সহ গ্রেফতার করা হয়। এবং পরবর্তীতে বাড়ি তল্লাশি করে ৫২ পিস ইয়াবা,১০০গ্রাম গাজা, ১টি লাইটার পিস্তল,১রোল ফয়েল পেপার ও ৩টি মোবাইল ফোন পাওয়া যায়।
গ্রেফতারকৃত অপরাধী, মাদক এবং অন্যান্য সামগ্রী সহ লালমাই থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে