
কুমিল্লা-১০(লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক আইনজীবী উচ্চশিক্ষিত, সৎ,ত্যাগী,ইসলাম মূল্যবোধে বিশ্বাসী পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং তৃনমূল থেকে উঠে আসা পরিক্ষিত বিএনপির কর্মী সলিসিটর মোঃ ইকরামুল হক মজুমদার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮অক্টোবর (শনিবার) ১১টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সলিসিটর মোঃ ইকরামুল হক মজুমদার বলেন মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি বিবেচনায় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট এবং লালমাই) একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। দুই উপজেলা বেষ্টিত এ নির্বাচনী আসনটি দেশের অন্যতম সর্ববৃহৎ আসন। স্বাধীনতা পরবর্তী এ আসনটি বিএনপি’র ঘাঁটি হিসেবে বেশ পরিচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদীকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভবিষ্যত রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে একজন সৎ, সুশিক্ষিত, মেধাবী ও পরিচ্ছন্ন নেতা এই আসনের জন্য সময়ের অপরিহার্য দাবি। এমন পেক্ষাপট বিকেনায় আমি একজন আন্তর্জাতিক আইনজীবী, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং যুক্তরাজ আইনজীবি ফোরামের প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতীক আইন বারের সদস্য সলিসিটর মোঃ ইকরামুল হক মজুমদার এ আসনে প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) মনোনয়ন প্রত্যাশী। সদা হাস্যজ্জল এমন ত্যাগী ব্যাক্তিকে আমরা সংসদ সদস্য হিসেবে পেলে নিজেদেরকে ধন্য মনে করবো। আমি সলিসিটর মোঃ ইকরামুল হক মজুমদার বিএনপি’র মনোনয়ন লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলে আমার কাছে নির্বাচনী এলাকার জনগণ সু-শাসন এবং দুর্নিতি মুক্ত সমাজ গঠনের জন্য যে আমানত রাখব আমি তার খেয়ানত করবো না। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এ নির্বাচনী এলাকাকে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে মডেল সংসদীয় আসনে রূপান্তর এবং সন্ত্রাস, পদবাণিজ্য, কমিটি বাণিজ্য, প্রভাব মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, দূরব্যবহার মুক্ত নেত্ব, প্রশাসন বান্দব রাজনৈতিক সহযোগিতা নেতীত্ব প্রতিষ্ঠা, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত, ন্যায়-নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় সফল হবো বলে আমি মনে-প্রাণে বিশ্বাস করি। তাই জনবান্ধব ও উন্নয়ন প্রত্যাশী জননেতা হিসেবে আমি সলিসিটর মোঃ ইকরামূল হক মজুমদারকে আপনার এবং আপনাদের আন্তরিক সমর্থন, সহযোগিতা ও দোয়া চাই। আপনারা সকলে দলে দলে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের পত্রাকা তলে যোগ দিন। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা মোঃ হারুনুর রশিদ, মোঃ হারুনুর রশিদ, আইনজীবী সহকারী মোঃ তাজুল ইসলাম প্রমূখ।