সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত  সাবেক মেয়র সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল গুলশানে ডাক পেলেন কুমিল্লার ১০ বিএনপি নেতা নিখোঁজ সংবাদ ‎আল মানার মাদ্রাসা (মহিলা ক্যাম্পাস) নিয়োগ বিজ্ঞাপ্তি লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  ‎লালমাইয়ে নিরাপদ সড়ক আন্দোলন উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা ‎সারাদেশে চালু হলো ১ টি কাগজে ৬ টি ভূমিসেবা!

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ‘পরিকল্পিত’

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

‎তারা বলছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্পকারখানা, আমদানি-রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীলনকশার অংশ হতে পারে।

‎রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।মিজানুর রহমান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

‎বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে- ব্যবসায়ীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরিভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা।

‎ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্য ভস্মীভূত হয়েছে। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আগুন লাগার পর সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ।’

‎ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা- তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102