সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত  সাবেক মেয়র সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল গুলশানে ডাক পেলেন কুমিল্লার ১০ বিএনপি নেতা নিখোঁজ সংবাদ ‎আল মানার মাদ্রাসা (মহিলা ক্যাম্পাস) নিয়োগ বিজ্ঞাপ্তি লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  ‎লালমাইয়ে নিরাপদ সড়ক আন্দোলন উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা ‎সারাদেশে চালু হলো ১ টি কাগজে ৬ টি ভূমিসেবা!

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক পদে প্রার্থী দুই ছাত্রনেতা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

‎কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন শিগগিরই অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে বর্তমান আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের নাম নিশ্চিত। কিন্তু সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন সাবেক ছাত্র ও যুবনেতা আমিরুজ্জামান আমির ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। গত কয়েকদিন ধরে সাবেক দুই ছাত্র ও যুবনেতার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। আমিরুজ্জামান বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব।

‎দলীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি ১৯৯৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে ওয়াসিম কুমিল্লার ১০ টি উপজেলা ও চারটি পৌরসভায় সাংগঠনিক কার্যক্রম করেন। ইতিমধ্যে নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার সম্মেলন করেছেন। ২০ সেপ্টেম্বর নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন। ওই সম্মেলনের পর জেলা সম্মেলন হবে।

‎জানতে চাইলে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আমি দলের সদস্য সচিব। গত কয়েকমাস যাবৎ জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে তৃণমূল বিএনপিকে সংগঠিত করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আহ্বায়ক কমিটির সদস্য ও কাউন্সিলরেরা ঠিক করবেন কারা নেতৃত্বে আসবেন। আমি অবশ্যই সাধারণ সম্পাদক প্রার্থী।

‎আমিরুজ্জামান আমির ১৯৮৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের প্যানেল থেকে জিএস ও ১৯৮৯ সালে একই কলেজ থেকে ভিপি পদে ছাত্রসংসদে প্রার্থী ছিলেন। ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। ১৯৯৩ সালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১০ সালের অক্টোবর মাসে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও ২০১১ সালে কেন্দ্রীয় যুবদলের সহ কুটির শিল্প সম্পাদক ছিলেন। ২০২১ সালে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম কমিটির আহ্বায়ক ছিলেন। ঘোষিত কমিটি নিয়ে সংবাদ সম্মেলন ডেকে মন্তব্য করার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদও কেড়ে নেওয়া হয়। তবে তিনি দলের সব কর্মসূচিতে সরব ছিলেন। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাঁকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হয়।

‎তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতা, হত্যা ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট ২২ টি মামলা আছে। তিনি কারাবরণও করেন।

‎জানতে চাইলে আমিরুজ্জামান বলেন, আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আশা করি দলের কাউন্সিলরেরা আমাকে বেছে নেবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102