সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত  সাবেক মেয়র সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল গুলশানে ডাক পেলেন কুমিল্লার ১০ বিএনপি নেতা নিখোঁজ সংবাদ ‎আল মানার মাদ্রাসা (মহিলা ক্যাম্পাস) নিয়োগ বিজ্ঞাপ্তি লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  ‎লালমাইয়ে নিরাপদ সড়ক আন্দোলন উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা ‎সারাদেশে চালু হলো ১ টি কাগজে ৬ টি ভূমিসেবা!

কুমিল্লা-১১ সাবেক এমপি ডা. কামারুজ্জামানের জানাজায় জনস্রোত

...
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

খান মোহাম্মদ রুবেল হোসেন 

 

কুমিল্লার দক্ষিণাঞ্চলের মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নেওয়া বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী, সাবেক সংসদ সদস্য ডা. একেএম কামারুজ্জামানের জানাযায় নামাজ অনুষ্ঠিত। উপজেলার এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাযায় নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সাবেক এমপি ও চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়েত ইসলামি কুমিল্লা-১০ প্রার্থী ইয়াসির আরাফাত, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন শিশির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুলসহ সর্বস্তরে জনসাধারণ।

উল্লেখ, ডা. কামারুজ্জামান দীর্ঘদিন ধরে কুমিল্লার নাঙ্গলকোট ও আশপাশের এলাকায় চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানো, মানবিক সেবা ও আন্তরিক ব্যবহারের জন্য তিনি ছিলেন সর্বজনের শ্রদ্ধাভাজন।

তিনি ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী। নাঙ্গলকোট ও দক্ষিণ কুমিল্লাজুড়ে তিনি বহু স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার উদ্যোগে গড়ে ওঠা এসব শিক্ষাপ্রতিষ্ঠান আজও এলাকার শিক্ষার্থীদের আলোকিত করছে।

তিনি প্রতিষ্ঠা করেছেন- নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ, ডা. জামানস ক্লিনিক ও হাসপাতাল, নাঙ্গলকোট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, ডা. জামানস কিন্ডারগার্টেন, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, হাছান-জামিলা ফাউন্ডেশনসহ বহু প্রতিষ্ঠান।

পারিবারিক সূত্র জানায়, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শেষপর্যন্ত মৃত্যু ঘটে।

ডা. কামরুজ্জামানের স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যয়ী রয়েছেন। তার মৃত্যুতে নাঙ্গলকোটসহ দক্ষিণ কুমিল্লার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102