সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত  সাবেক মেয়র সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল গুলশানে ডাক পেলেন কুমিল্লার ১০ বিএনপি নেতা নিখোঁজ সংবাদ ‎আল মানার মাদ্রাসা (মহিলা ক্যাম্পাস) নিয়োগ বিজ্ঞাপ্তি লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  ‎লালমাইয়ে নিরাপদ সড়ক আন্দোলন উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা ‎সারাদেশে চালু হলো ১ টি কাগজে ৬ টি ভূমিসেবা!

লালমাই ক্লাবের উদ্যোগে ‘মাদকের বিরুদ্ধে ফুটবল প্রীতি ম্যাচে বাগমারা ক্লাব জয়ী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

‘মাদকের বিরুদ্ধে ফুটবল!’ এ স্লোগান নিয়ে লালমাই উপজেলায় গোল্ডকাপ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

লালমাই ক্লাবের উদ্যোগে ৪ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ‘বাগমারা ক্লাব’ বনাম ‘ভুশ্চি ক্লাব’।

খেলায় সভাপতিত্ব করেন লালমাই ক্লাবের সভাপতি ড.আশিকুর রহমান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামীর লালমাইকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই এ মর্মে তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন এবং মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার সকল আয়োজনে লালমাই ক্লাব থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ক্লাবের প্রচার ও মিডিয়া সম্পাদক মাসউদ মজুমদারের সঞ্চলনায় খেলায় উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ লালমাই উপজেলার সহ-সভাপতি ওয়াদুদ তালুকদার, লালমাই ক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী নাজমুল হাসান মেহেদী, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারী আলী আজগর আকিল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল রনি, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডা. কাউছার আহমেদ জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান হোসেন, পাঠাগার সম্পাদক মাইন উদ্দিন মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নেসার উদ্দিন মিশু সহ লালমাই ক্লাবের সদস্যগন,বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

৬০ মিনিটের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায়,পেনাল্টি শ্যুটআউটে ভূশ্চি ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাগমারা ক্লাব।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102