
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ খ্রিঃ লালমাই উপজেলার গৈয়ারভাংগা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি রাস্তায় ব্যক্তিগত গৃহ নির্মাণের সামগ্রী রেখে যানজট সৃষ্টি করার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ০১ জন ব্যক্তিকে ৫০০০ টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ০১ জন্য ব্যবসায়ীকে ২০০০ টাকা এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে ১৫০০ টাকাসহ সর্বমোট ৮৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্যট ও উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
সহযোগিতার জন্য ধন্যবাদ লালমাই থানা পুলিশ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।